শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালী কবিরহাট উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রহিম উল্যাহ বিরন এর সঞ্চালনায় এবং শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমির চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু।
স্কুলের শিক্ষক আবদুল মোতালেব রুবেল ও অন্যান্য শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এমপি’র এপিএস সুনীল কুমার দাস, নোয়াখালী জেলা পরিষদের সদস্য মঞ্জুরুল করিম চৌধুরী মোহন, ৫নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি ভুঁইয়া পলাশ, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হানিফ বিএসসি, চাপরাশিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবং শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমীর এমডি মোহাম্মদ শাহজাহান, এমডি নুর নবী, সাবেক চেয়ারম্যান নুর নবী মেম্বার সহ কমিটির সদস্যবৃন্দ এবং একাডেমির শেয়ার হোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজ, চাপরাশিরহাট এরব সিনিয়র ফাজিল মাদ্রাসা, চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়, চাপরাশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমী এবং বেগম শাহানারা কিন্ডার গার্ডেন এর
শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং চাপরাশিরহাট ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চাপরাশিরহাট বাজার পরিচালনা কমিটির সদস্যরা সহ সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরু হওয়ার আগে চাপরাশিরহাট ইসমাঈল ডিগ্রি কলেজের গেইটে ফুল দিয়ে প্রধান অতিথি কে অভিনন্দন জানান কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে প্রধান অতিথি আবদুল ওয়াদুদ পিন্টু কে শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা।
পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমির পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমীর ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আবদুল ওয়াদুদ পিন্টু ও অন্যান্য অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমি চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসংখ্যবার ফুটবল খেলতে এসেছি। এই এলাকার মানুষের সাথে আগ থেকেই আমার একটা সু-সম্পর্ক রয়েছে। আমি চেষ্টা করবো এই এলাকার শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে কাজ করে যাওয়ার। এ সময় তিনি শাহ্ ফজলুর রহমান প্রি কাডেট একাডেমির ভবন নির্মাণ ও শিক্ষার মানোন্নয়ন এর জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।
এছাড়াও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী ফজলে রাব্বি ভুঁইয়া পলাশ একাডেমীর শিক্ষার মানোন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।