আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে অটো রিকশার ধাক্কায় মোটরসাইকেল-আরোহী সাখাওয়াত হোসাইন ওরফে সাকু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার কচুয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ময়মনসিংহের ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের মজিবর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নিহত যুবক তার স্ত্রী নুপুরকে নিয়ে সখিপুর আবাসিক মহিলা কলেজ থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
পথে কচুয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাদেরকে সখিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী নুপুর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, নিহত সাখাওয়াত মাত্র দেড় মাস আগে বিয়ে করেছিলেন। ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, সখিপুরের সকল সড়ক দুর্ঘটনার মূলেই অটো রিকশা।
সখিপুর থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের বাবা এখনো হাসপাতালে আসেননি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.