আবুল কাশেম, সখিপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে আগুনে পুড়ে এক কৃষকের ৬টি গরু মারা গেছে। বুধবার(২২ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক আঃ খালেক জানান, মশার উপদ্রব থেকে গরু ও ছাগলকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল ব্যবহার করে থাকেন।
গতকাল বুধবার ১ টার দিকে তাঁর ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। দ্রুত ঘর থেকে বের হয়ে চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা এসে আগুন নেভান। ততক্ষণে তার সব শেষ হয়ে যায়। কৃষক খালেক মিয়ার দাবি, গোয়ালঘরসহ ৬টি গরু পুড়ে যাওয়ায় তাঁর অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। বিষয়টি নিশ্চিত করেন কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি জানান, ৬টি গরু আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি একদম নিঃস্ব ও সর্বস্বান্ত হয়ে গেছে। পরিবারটি যাতে খুব শীঘ্রই সরকারি সহায়তা পান সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় কৃষক পরিবার কে রোদন করতে দেখা যায়।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.