আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের রাকিব হাসান নামের (২৩) বছর বয়সী এক যুবক ১১ নভেম্বর সোমবার বিকাল আনুমানিক ৩ টার সময় সখিপুরে তার নানা বাড়ি থেকে বাড়ির নির্মাণ কাজের জন্য তার নানার নিকট থেকে ৫৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
বাড়ি ফেরার পথে বগা নতুন বাজারের কিছুটা পশ্চিম পাশ পর্যন্ত গেলে, রাস্তার পাশে জঙ্গলের ঝোপ থেকে হঠাৎ ১২/১৫ জন ছিনতাইকারী তার চলার অটোভ্যানটির গতি রোধ করে কোন কিছু বুঝে উঠার পূর্বেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে দেয় ছিনতাইকারীরা। একপর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা নগদ মোট ৫৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। তার ডাক চিৎকারে পথচারী কয়েকজন এগিয়ে আসে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে ছিনতাইকারী চক্র দ্রুত বনের ভিতরে দিকে দৌড়ে পালিয়ে যায়।পরে স্থানীয় কয়েকজন মিলে অজ্ঞান অবস্থায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জন্য নিয়ে আসেন। রাকিব হাসান সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল গ্রামের মজিবুর রহমানের ছেলে।এ ঘটনায় ওইদিনই রাকিবের মা রিনা বেগম বাদী হয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.