সখিপুরে জামায়াতের সাবেক থানা আমিরের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাংগাইলের সখিপুর উপজেলার সাবেক আমির মরহুম শমশের আলীর জন্য আজ ৩১ আগস্ট দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতি ছিলেন অধ্যাপক আল আমীন। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের উপস্থিতিতে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক কান্না বিজড়িত কণ্ঠে বলেন, গত ২৪ জুলাই ২০২৩ তার জানাজায় উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ঢাকা শেরেবাংলা নগর থেকে আসা আজম সহ বাসাইলের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। টাংগাইলের জেলা আমীর আহসান হাবীব মাসুদ প্রধান অতিথির ভাষণে বলেন, সখিপুর পাহাড়ে প্রায় প্রতিটি মসজিদে মওলানা শমশের আলীর কুরআন শিক্ষার আসর ছিলো। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক, মনির হোসেন, হায়দর আলী মাস্টার, আতিক, আঃ হালিম সহ স্থানীয় অনেকেই। পরিশেষে মরহুমের মাগফিরাত কামনা করে অনুষ্ঠান শেষ হয়।