সখিপুরে প্রবাসীর স্ত্রী ও তার মাকে নিষ্ঠুর নির্যাতন

আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরের দাড়িয়াপুর ফালু চাঁনের মাজার সংলগ্ন প্রবাসী আলামীনের পাঁচ মাসের অন্তস্বত্তা স্ত্রী শান্তা ও তার মাকে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে বেড়দক পিটিয়ে গুরুতর জখম করেছে শান্তার দুই চাচা শিপন, রিপন ও শিপনের স্ত্রী শম্পা এবং শান্তার দাদী ছিয়াতন গং।
ঘটনায় আহত শান্তা আক্তার ও তার মা সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুতলার ৭ নং সিকবেডে মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন। তাদের সাথে কথা বলে জানা যায়, হামলাকারীরা নেশাখোর। তারা মাঝে মাঝে নেশার টাকার জন্য উন্মাদ হয়ে যায়। শান্তার মা সিরিয়া আক্তার বলেন, গতবুধবার ২৮ ফেব্রুয়ারী আমাকে মারধর করলে আমি সখিপুর থানায় এসে এসআই এনামুল হকের নিকট লিখিত অভিযোগ দায়ের করি। এনামুল দারোগা অভিযুক্তদের কে থানায় আসতে ফোন করলে তারা বাদী সিরিয়া আক্তারের উপর ক্ষিপ্ত হয়ে প্রচন্ড মারপিটে করে। এ সময়ে তার মেয়ে শান্তা আক্তার মা কে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। উক্ত শান্তা আক্তার (২০) ৫ মাসের অন্তঃসত্বা। তার পেটে লাথি মারলে রক্তের ঢল বয়ে যায় এবং গর্ভের সন্তান নষ্ট হওয়ার আশংকা দেখা দেয়