আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি
ভারত হঠাৎ করেই তাদের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ার সাথে সাথেই বাংলাদেশের মুনাফাখোর, মজুদদর রা পেঁয়াজের বাজারে আগুন জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি এমন যে, কার আগে কে কতটা দাম বাড়িয়ে ফাস্ট হতে পারে।
সারাদেশে যেন তুমুল প্রতিযোগিতা এখন পেঁয়াজের দাম বৃদ্ধির মহোৎসবে পরিনত হয়েছে।এ প্রতিযোগিতায় সারাদেশের মতো পিছিয়ে নেই টাঙ্গাইলের সখিপুরও, আজ বাজার ঘুরে দেখা গিয়েছে এর বাস্তব চিত্র। গতকালও যে পেঁয়াজ বাজারে বিক্রি হতো ১১০ টাকায়, আজ তা একলাফেই ২০০ টাকা!দেশী নতুন পেঁয়াজ ১৫০-১৬০ টাকা পুরাতন পেঁয়াজ ১৮০-২০০ টাকা। ক্রেতা জাহানারা আক্তার বলছেন পাইকারী বাজারেই আজ প্রতিকেজির দাম ধরা হচ্ছে ২০০ টাকা, আমাদের আগের কেনা কিছু পেঁয়াজ ঘরে ছিলো বলেই আজ ১৮০-২০০ টাকা দরে বিক্রি করতে পারছি, কিন্তু আগামীকাল থেকে ২২০- ২৫০ টাকা দরে খুচরা বাজারে বিক্রি হতে পারে। হঠাৎ দেশের পেঁয়াজের বাজারে এমন নৈরাজ্য সৃষ্টি করছেন একপ্রকার অসাধু মুনাফালোভী সিন্ডিকেট ব্যবসায়ীরা,খোঁজ নিয়ে জানা গেছে এরা প্রভাবশালী চক্র,এদের লাগাম টানা প্রশাসনের পক্ষেও একপ্রকার অসম্ভব হয়ে গেছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.