সখিপুরে সাংবাদিকের উপর হামলা

আবুল কাশেম,সখিপুর প্রতিনিধি
সখিপুর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল শিকদার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বাচ্চু শিকদারের ছেলে সুমন শিকদারের নেতৃত্বে ১৫/২০ জন লোক ৩ অক্টোবর বেলা আনুমানিক ২.০০ ঘটিকার সময় সখিপুর উপজেলা গেইট সংলগ্ন সখিপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে এসে সাংবাদিক ইলিয়াস কাশেম কে অতর্কিত সন্ত্রাসী হামলা করে। খবর পেয়ে তার বড় ভাই মীর আবুল হাশেম সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
তিনি বর্তমানে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছে বলে জানা গেছে। সখিপুর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কর্তৃক সাধারণ শ্রমিকদের নিকট থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তোলার অভিযোগ পেয়ে তিনি বিগত ১ অক্টোবর তার ফেসবুক আইডিতে বিস্তারিত তথ্যপ্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। সেই ঘটনার জের ধরে তাকে হামলা করা হয়। ওইদিন রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় সখিপুরের মাত্র এক কিঃমিঃ উত্তরে বাগান চালায় একই গোষ্ঠী এক মুদির দোকানে হামলা ও ভাংচুর করে, এতে দোকানদার সস্ত্রীক আহত হন।