সখিপুর সাব-রেজিস্ট্রার অফিসে জাতীয় শোক দিবস পালন

আবুল কাশেম, সখিপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুরে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের উদ্যোগে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) ২০২৩ জাতীয় শোক দিবস পালন করা হয়। কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের মাধ্যমে শোক দিবস অনুষ্ঠান উদ্বোধন করা হয়। মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন ধর্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
মোনাজাত শেষে রেজিস্ট্রার অফিসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করেন। শোক সভায় বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ মিন্টু। অনুষ্ঠানে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। সেখানে খাদ্য বিতরণ করেন সাবেক পৌর কাউন্সিলর ও দলিল লেখক দেলোয়ার হোসেন, স্ট্যাম্প ভেন্ডার আরজু আহমেদ। শোক সভায় সকল স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।