শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে সলঙ্গায় ভি আই পি মডেল স্কুলের তত্ত্বাবধানে পরিচালিত আরিফ প্রি-ক্যাডেট স্কুল এর উদ্বোধন করা হয়েছে।
সলঙ্গা থানার সুতাহাটি বাজােেরর দক্ষিণ সাইডে মনোরম পরিবেশে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অভিভাবকসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিপুল সংখ্যক অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে এ বিদ্যাপীঠটি তার যাত্রা শুরু করেছে।
শনিবার বিকেলে আরিফ প্রি-ক্যাডেট স্কুলের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
আরিফ প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জাফর ইকবাল।
এসময় ভি আই পি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম ফরিদ, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডল, সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূরুল ইসলাম খান,উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী প্রধান শিক্ষাক আব্দুস সালাম (ছাত্তার), ভি আই পি মডেল স্কুলের প্রধান শিক্ষক আলমগীর কবির, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আকবর আলী, খেইশ্বর গ্রাম প্রধান মুকুল হোসেন,আরিফ প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টা রফিকুল ইসলাম,হামিদুর রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.