শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ     ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্য অপপ্রচার ও  মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫ আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হাজী রহুল আমিন সমাজ স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ইমাম সেক্রেটারি মাহিন খাঁন
Notice :
Wellcome to our website...

সলঙ্গা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন সদস্যগণ

নিজস্ব প্রতিবেদক : / ৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারের বিরুদ্ধে অনাস্থা এনেছের তার পরিষদের সদস্যগণ। অনাস্থা আনা হয়েছে প্যানেল চেয়ারম্যান ওবায়দুল হোসেন সুজনের বিরুদ্ধেও।

রোববার পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০জন সম্মিলিতভাবে এই অনাস্থা প্রস্তাব আনেন। ইতিমধ্যেই সদস্যগন তাদের এই সিদ্ধান্তের বিষয়টি লিখিতভাবে
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন।
অনাস্থাপত্রে স্বাক্ষর করা সদস্যগনের মধ্যে ৮ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মন্টু গণমাধ্যম কমর্ীদেরকে জানান, এই চেয়ারম্যান ইউনিয়নবাসীর নিকট থেকে কর
আদায় করলেও প্রায় ২ বছর ধরে পরিষদ থেকে দেয় ভাতার অর্থ সদস্যদেরকে প্রদান করেন না। চেয়ারম্যান মোখলেছুর রহমান উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত অর্থ দিয়ে কোন উন্নয়ন কাজ না করে নিজেই তা আত্মসাৎ করেন। একই সঙ্গে তিনি তার ব্যক্তিগত পছন্দের প্যানেল চেয়ারম্যান ওবায়দুল হোসেন সুজনের সঙ্গে পরামর্শ করে ইউনিয়ন পরিষদের কর্মকান্ড পরিচালনা করেন। গ্রাম্য আদালতে কোন বিচারকার্য না করে তার কক্ষে বসে তিনি মনগড়া বিচারের রায় প্রদান করেন। এছাড়া কোন মিটিং না করেই চেয়ারম্যান তার খুশি মতো রেজুলেশন করে তাতে সদস্যদেরকে স্বাক্ষর করতে বাধ্য করেন।

অনাস্থাজ্ঞাপন পত্রে আরো বলা হয়, প্রকৃত হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন না করে তিনি তার নিজের লোকজন এবং আত্মীয় স্বজনের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ
করেন। এ অবস্থায় স্বেচ্ছাচারী ও দুনর্ীতি পরায়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ওবায়দুল হোসেন সুজনের সঙ্গে তারা আর কাজ করতে চান না। সদস্যগণ অবিলম্বে এই চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে অপসারন করার দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত সলংগা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারের সঙ্গে কথা বললে তিনি তার বিরুদ্ধে অনাস্থাজ্ঞাপনের বিষয়টি স্বীকার করেন। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত বিভিন্ন দুণর্ীতির অভিযোগ অস্বীকার করে মোখলেছুর জানান, যেহেতু তিনি আওয়ামী লীগ দলীয় মানুষ। অনাস্থাজ্ঞাপনকারী
সদস্যদের অধিকাংশই বিএনপি করায় বর্তমান প্রেক্ষাপটে তাকে (চেয়ারম্যান) কেউ পছন্দ করছেন না।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সলংগা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের আনীত
অনাস্থাজ্ঞাপনের চিঠিটি পেয়েছেন বলে জানান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর