সোনাগাজী প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজী উপজেলায় ‘জয় বাংলা’ স্বেচ্ছাসেবী ফোরামের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার স্বেচ্ছাসেবী ফোরামের জরুরী বৈঠকে সদ্যস্যদের আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে ৩ নম্বর মঙ্গোলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলকে সভাপতি এবং সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন নয়নকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে-এ শ্লোগানকে সামনে রেখে সোনাগাজী উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষে ৮ আগষ্ট ২০২২ তারিখে এক ঝাক তরুণ-যুবকের সক্রিয় অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্বেচ্ছাসেবী ফোরামের আত্মপ্রকাশ ঘটে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আজগর হোসেন ভুঞা, ওমর ফারুক রুবেল (ইউপি সদস্য) মোরশেদুল হক মেনন, কামরুজ্জামান শাহাদাত, আমজাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রানা, নুর ইসলাম লিটন, তানজিম আল ফাহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব রবিন, মীর ইমরান, প্রচার সম্পাদক, শাহজাহান, অর্থ সম্পাদক রাশেদুল আলম, দফতর সম্পাদক নেয়ামত উল্যাহ।
উল্লেখ্য, ফোরামটি গঠনের পর থেকে ‘জয় বাংলা’ স্বেচ্ছাসেবী ব্যানারে উপজেলা জুড়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে উপজেলায় ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো অসুস্থ্যদের আর্থিক সহায়তা, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ, শীতকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও গরীব অসহায়দের আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি।
কমিটির সাধারণ সম্পাদক নয়ন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আমরা মানবিক কার্যক্রমের মাধ্যমে উপজেলা জুড়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
কমিটির সভাপতি বাদল বলেন, আমরা সম্পূর্ণ মানবিক সহয়তার জন্য ‘জয় বাংলা’ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি। দিনদিন আমাদের কার্যক্রম বিস্তার লাভ করছে। আগামীতে উক্ত কমিটির মাধ্যমে আরো সুসংগঠিত হয়ে কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.