কামরুল হাসান রুবেল, নোয়াখালীঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল ১০ টার দিকে প্রতিষ্ঠানের হল রুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চরহাজারী ইউনিয় পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ নুরুল হুদার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক জীবন সুলতানা ও সুপর্ণা চৌধুরী'র যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান টিপু (ভারপ্রাপ্ত)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আইয়ুব আলী চৌধুরী, অভিভাবক সদস্য ও চরপার্বতী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন হাজারীহাট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু অজিত কুমার, সিনিয়র শিক্ষক প্রবীর চন্দ্র মজুমদারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷
এসময় অভিভাবকরা বিভিন্ন পরামর্শ মতামত ও অভিযোগ তুলে দরেন। শিক্ষকদের পক্ষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জিল্লুর রহমান টিপু সকল অভিভাবকদের তাদের সন্তানদের শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিদ্যালয়ে এসে খোঁজ খবর নেওয়ার অনুরোধ জানিয়েছেন৷
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.