সরকার আবদুর রাজ্জাক , বকশীগঞ্জ:
জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি বিরোধী পরস্পর বক্তব্যকে কেন্দ্র করে সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিমকে ভারসাম্যহীন অ্যাখ্যা দিয়ে কলম বিরতি পালন করছে বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা।
বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু করেন দলিল লেখক ও দলিল লেখক সমিতির সদস্যরা।
কলম বিরতির বিষয়ে বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম বলেন, বকশীগঞ্জ দলিল লেখক সমিতির নামে দলিল দাতা গ্রাহিতাদের কাছে জিম্মি করে আমার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করা হচ্ছে। আমি এ বিষয়ে লিখিতভাবে দলিল লেখকদের অনিয়মের বিরুদ্ধে অফিস আদেশ জারি করি। একারণেই বকশীগঞ্জ দলিল লেখক সমিতি ও দলিল লেখকরা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে কলম বিরতি শুরু করেছে।
এতে করে ভোগান্তির শিকার হচ্ছে ক্রেতা বিক্রেতারা। তবে তিনি আরও বলেন, দলিল লেখকরা যদি কাজে ফিরে না আসে তাহলে দলিল লেখক ছাড়াই জমির রেজিস্ট্রি করা হবে। আইনে কোথাও বলা নাই দলিল লেখক ছাড়া দলিল রেজিস্ট্রি করা যাবে না। জনভোগান্তি লাঘবে প্রয়োজনে দলিল লেখক ছাড়াই জমি রেজিস্ট্রি করা হবে।
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ সরকার জানান, স্যারের সঙ্গে আমাদের একটু মনোমালিন্য হয়েছে একারণেই আমরা কলম বিরতি পালন করছি।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.