আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ৪ নেতা এ আসনের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তারা নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ামর্যান মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক মার্কা প্রতীককে সমর্থন দিয়েছেন।
সোমবার বিকেলে এ উপলক্ষে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আয়োজিত জনসমাবেশ থেকে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা করেন। এ আসনে নৌকার মনোনয়ন চেয়ে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ড. মেজর (অব:) হাফিজ, কার্যনির্বাহী সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি। তবে নৌকার মনোয়ন পান বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ। এতে ক্ষুব্দ হয়ে মনোনয়ন বঞ্চিত ওই চার নেতা স্বতন্ত্র প্রার্থী তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন করেন।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.