সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ভূমি দস্যুর কবলে সরকারি ফুটপাত
আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে শাহ কামাল রোড ও জায়দা মার্কেট রোড সংযোগ সড়কে ভূমি দস্যু ইসমাইল স্টার পয়েন্ট নামক দোকান নির্মাণ করেছেন। এ দোকানের উত্তর পাশে ও পূর্ব পাশে দুটি সরকারি রাস্তা রয়েছে। উভয় রাস্তার সম্পূর্ণ সরকারি ফুটপাত দখল করে তিনি দোকান নির্মাণ করেছেন। দোকান নির্মাণের শুরুর দিকে বাঁধা প্রদান করায় নির্মাণ কাজ কয়েক মাস স্থগিত ছিলো।
পরে প্রশাসনিক নিয়ম মেনে নিয়ে পুণরায় আধা পাকা দোকানটি নির্মাণ করে দোকান চালু করে। দোকান চালু করেই উত্তর ও পূর্ব পাশের ফুটপাত দখলে নিয়ে পাকা করে ফেলে। এর ফলে সরকারি রাস্তা সরু হয়ে গেছে। এতে দুর্ঘটনার আশংকা রয়েছে। ভূমি দস্যু ইসমাইল এর কবল থেকে এলাকাবাসী এমনকি নিজের ভাইয়েরাও রক্ষা পায়নি। তার অত্যাচার ও বাড়াবাড়িতে প্রতিবেশীরাও অতীষ্ঠ। তার দোকানে বিক্রি করা পেট্রোলেও পানি মিশ্রিত বলে প্রমাণ পাওয়া গিয়েছে। ইতোপূর্বে ৬ নং ওয়ার্ডে নির্মাণাধীন বিভিন্ন রাস্তা ও ইটের সলিং এর কাজেও তিনি বাঁধা প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।
ঢাকা অফিস
সিটিহার্ট বিল্ডিং, সুইফটঃ ১৩/১, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০।
মোবাইল : 0১৬৭৩৭২৮৮৬৫
ই-মেইল : sangbadprothom@gmail.com
Copyright © 2025 দৈনিক প্রথম সংবাদ. All rights reserved.