সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ পৌর শহরের কোব দাস পাড়া মহল্লায় মাদক কারবারিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার পর থেকে চলে এই সংঘর্ষ। এতে দুইটি গ্রুপের ১৫ জন আহত হন।
স্থানীয়দের সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে এই মহল্লায় কয়েকটি গ্রুপ মাদক বিক্রির সাথে জড়িত। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় কোনো সমাধান আসে নি।
স্থানীয়রা জানান,দীর্ষদিন যাবত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করে আসছে,আমরা বাধা দিতে গেলে আমাদের উপরে চড়া হয় হুমকি দেয়।
মাদক ব্যবসায়ীদের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনায় আমাদের বাড়িঘর ভাংচুর করেছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
ঘটনা সূত্রে জানা যায়,কোবদাসপাড়া মহল্লার খালেকের ছেলে ফয়সাল ও সিয়াম এক মহল্লার মাদক ব্যবসায়ী হাসান শেখের ভাই সাগরের কাছ থেকে ইয়াবা ক্রয় করতে আসে,এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়। এর কিছুক্ষন পর উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, মাদক বন্ধে দীর্ঘ দিন ধরে এলাকার মুরুব্বি ও মরহুম আব্দুর রশিদের ছেলে আব্দুল হামিদ, হানিফসহ গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতা চাই,কিন্তু তারা কোন কর্ণপাত করেন না।
নাম প্রকাশ না করার শর্তে মহল্লার একাধিক ব্যাক্তি বলেন, মাদকসহ এলাকার নানা অপর্কমের সাথে জরিয়ে আছেন রশিদের ছেলে আব্দুল হামিদ, হানিফ ও তার পরিবার।
লোক দেখানো সমাজ সেবক সেজে সমাজে নানা অপর্কম করে আসছে তারা। এ যেন দেখার কেউ নেই।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।