কোম্পানীগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া

ইমাম হোসেন খাঁন:কোম্পানীগঞ্জ প্রতিনিধি
দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সার্বিক সহযোগীতায় ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার সময় উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মাঠ মহড়ায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:
মেজবা উল আলম ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান,কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিন মিয়া।উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবর,মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান উল্যাহ ভুট্রু,মহিলা মেম্বার রুপালী,জুলেখা প্রমূখ।