মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পাল্টা প্রেস বিজ্ঞপ্তি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির মহাসচিবব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট তথ্যের ভিত্তিতে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তি।
গত ১৫ জুন ২০২৩ তারিখ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নজরে আসে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, কোম্পানীগঞ্জে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিএনপির কতিপয় নেতাকে হামলা করা হয়। উক্ত তথ্য সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
প্রকৃত ঘঠনা হল এই যে, কোম্পানীগঞ্জে বিএনপির দুইটি পক্ষ হাসনা মওদুদ ও ফখরুল ইসলাম গ্রুফের মধ্যে চট্রগ্রামের একটা সমাবেশ নিয়ে গত কয়েক দিন যাবত মারামারি হানাহানি চলতেছে। তাদের দুইটি গ্রুপের বিরাজমান মারামারি হানাহানি চলাকালীন ১৫ জুন ২০২৩ তারিখে বসুরহাট পৌরসভা ৭ ওয়ার্ড কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর তার বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্যেশ্য আসার সময় অতর্কিত ভাবে বিএনপির উভয় গ্রুপ আলমগীরের উপর হামলা চালায়।
বর্তমানে সে বসুরহাট একটা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অথচ এই ঘটনাকে বিকৃত করে বিএনপির মহাসচিব আলমগীর মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রচার করে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী এই প্রেস বিজ্ঞপ্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে।
সভাপতি / সম্পাদনা
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে।