চরহাজারী ঈদগা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কোরবানির গোস্ত বিতরণ

কামরুল হাসান রুবেল,নোয়াখালী প্রতিনিধি –
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ঈদগা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গরিবও দুস্ত পরিবারের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে।
৩০ জুন শুক্রবার বাদ আছর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের চরহাজারী ঈদগা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গনে এই কোরবানির গোস্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্লাবটির সভাপতি সাবেক ছাত্রনেতা রহমত উল্যাহ দীদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক রেলওয়ে কর্মকর্তা মাষ্টার জামাল হক, সাবেক শিক্ষক মাষ্টার আবু তাহের,, ফিজিওথেরাপিষ্ট হুমায়ুন কবির, আবুদাবী প্রবাসী আলমগীর কাউছার, ইউ এস এ প্রবাসী ইকবাল হোসেন জুয়েল, মানিক সকিদার সহ ক্লাবের সদস্য বৃন্দ এতে উপস্থিত ছিলেন৷