সখিপুরে এলপি গ্যাস বিক্রিতে সিন্ডিকেট, ব্যবসায়ীদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে এলপি গ্যাসের ডিলার থেকে শুরু করে খুচরা দোকানদার পর্যন্ত সবাই গ্যাস মওজুদ করে ক্রেতাদের নিকট উচ্চমূল্যে বিক্রি করছেন। উপজেলার সর্ব দক্ষিণের তক্তারচালা থেকে উত্তরে ইন্দারজানী, পূর্বে পাথার থেকে পশ্চিমে কাঙ্গালি ছেও পর্যন্ত বিভিন্ন হাট বাজারে ঘুরে তথ্য নিয়ে জানা গেছে একটা সিন্ডিকেট তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে চড়ামূল্যে গ্যাস বিক্রি করছে। বসুন্ধরা গ্রুপের ডিলার মাসুদ রানা বলেন, ৫০০০ পিস বোতল চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র ৬৫০ পিস।
প্রতি মাসে সরকার মূল্য নির্ধারণ করলেও দোকানদার রা সেটা অমান্য করছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিলেও বিক্রেতা গণ সেটা অমান্য করে উচ্চ মূল্যে এলপি গ্যাস বিক্রি করছেন। সখিপুরের মেয়র মার্কেটের সাইফুল কে সিন্ডিকেটের মূল হোতা বলে অনেকে অভিযোগ করেন।