সাফল্যের ধারাবাহিকতায় ট্রিপল এ ক্রেডিট রেটিং পেল সোনালী লাইফ

লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মানের ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ)অর্জন করেছে চতুর্থ প্রজন্মের শীর্ষ বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য গুণগত ও সংখ্যাগত তথ্য-উপাত্তের ভিত্তিতে এই ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।
কোম্পানিটি দীর্ঘমেয়াদে এই ‘এএএ’ক্রেডিট রেটিং এবং স্বল্প মেয়াদে স্থিতিশীল আউটলুকসহ “এসটি-১” রেটিং লাভ করেছে।
ক্রেডিট রেটিংয়ের সর্বোচ্চ এই স্বীকৃতি ও অর্জনকে নিঃসন্দেহে বাংলাদেশের জীবন বীমা শিল্পে এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করেন সোনালী লাইফ কর্তৃপক্ষ।
এই রেটিংস সোনালী লাইফের দৃঢ়, শক্তিশালী ও স্থিতিশীল অবস্থাকে প্রমাণ করে।
‘ট্রিপল এ’ হলো কোনো প্রতিষ্ঠানের ক্রেডিটের সর্বোচ্চ রেটিং। যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অঙ্গীকার পূরণের সর্বোচ্চ সক্ষমতা নির্দেশ করে এবং ব্যবসায়িক ও আর্থিক লেনদেনে ঝুঁকি সর্বনিম্ন থাকে।