সখিপুর নির্বাচন অফিসের সামনে স্থায়ী জলাবদ্ধতায় জনমনে ক্ষোভ

আবুল কাশেম, সখিপুর প্রতিনিধিঃ
সখিপুর উপজেলা টাঙ্গাইল জেলার একটি পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। এখানে শত বছরেও বন্যার কোন সম্ভাবনা নেই। ইহা একটি উপজেলা পরিষদ ও প্রথম শ্রেণির পৌর শহর। এই পৌর শহরের 7 নং ওয়ার্ডে অবস্থিত সখিপুর পৌরসভা ভবন, থানা ভবন, ডাকঘর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পশু হাসপাতাল এবং সখিপুর উপজেলা পরিষদ। মোট কথা: একটি পৌর শহরে যা যা থাকার কথা, তার সবকিছুই 7 নংওয়ার্ডে অবস্থিত। স্থানীয়রা এ ওয়ার্ডকে পৌর সভার রাজা বলে আখ্যায়িত করে থাকে। এতো কিছুর পরেও বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অফিস হলো: নির্বাচন অফিস। এ অফিসে এতো লোক সমাগম হয় যে, সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রাণ সামগ্রী প্রার্থীর মতো লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। এ অফিসে আগমণকারী নারী-পুরুষরা এক হাঁটু কাঁদা পেরিয়ে অফিসে আসেন। অফিসের সামনের রাস্তাটা দেখলে মনে হয় যেন ছোট খাল। নির্বাচন অফিসে সেবা নিতে আসা রত্না আক্তার বলেন, আমি প্রথমে কাপড় ভিজে যাওয়ার ভয় পেয়ে দাঁড়িয়ে ছিলাম। পরে আমার আগে কতিপয় লোক পাড় হয়ে যাওয়ার পরে আমি অফিসে যাই। আলতাফ নামক জনৈক বৃদ্ধ ব্যক্তি পা পিছলে পড়ে যায়। শাজাহান