চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন ইউএসএ ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন ইউএসএ এর ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে৷
কার্যকরী কমিটিতে মিজানুর রহমান মিজানকে সভাপতি ও নুরুল আমিন বুববুল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
২০২৩-২৪ সালের ঘোষিত কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরসালীন হোসাইন, সহ-সভাপতি মুরশিদ আলম ও মাঈন উদ্দিন মুরাদ। যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ আল-মারুফ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম তারেক।।এতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ আবদুল্লাহ ও সহ-কোষাধ্যক্ষ হাসান মাহমুদ। ক্রিড়া সম্পাদক মোঃ মামুন, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হোসেন নয়ন,অফিস সম্পাদক আবদুল হালিম সোহেল,প্রচার সম্পাদক শওকত রিপন ও সদস্য হিসেবে রয়েছেন মঞ্জুর হোসেন সুমন, মোহাম্মদ মাসুম ও সাইফুল ইসলাম নয়ন৷
উল্লেখ্য, চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকে চরহাজারী হতদরিদ্র ও আসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে৷ বিশেষ করে করোনাকালীন সময়ে প্রায় ১ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।