সখিপুরে পিতার রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর বড় ছেলের দিকে

আবুল কাশেম, সখিপুর প্রতিনিধি
টাংগাইলের সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা ডাঃ শ্রীবাস চন্দ্র সাহা দীর্ঘ দিন যাবৎ সখিপুরে ঔষধের ব্যবসা করে আসছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সোয়াতপুর গ্রামে।
গত ৬ই সেপ্টেম্বর বুধবার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তার পিতা শ্রী প্রাণ বল্লব সাহা। মৃত প্রাণ বল্লব সাহার দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলে শ্রী প্রকাশ চন্দ্র সাহা, ছোট ছেলে ডা. শ্রীবাস চন্দ্র সাহা এবং দুই মেয়ে আলোরানী সাহা ও সীমা রানী সাহা।
শ্রী প্রকাশ চন্দ্র সাহা থাকেন গ্রামের বাড়ি আর ডা. শ্রীবাস চন্দ্র সাহা প্রায় দীর্ঘদিন যাবৎ টাংগাইলের সখিপুর পৌর শহরে বসবাস করছেন। নিজের বাবার মৃত্যু সংবাদ বড় ভাই শ্রী প্রকাশ চন্দ্র সাহা ছোট ভাই ও বোন কাউকে না জানিয়ে একাই মাটি চাপা দিয়ে দেন।
এখন ছোট ভাই ডা. শ্রীবাস চন্দ্র সাহা ও বোন আলোরানী সাহা সহ পরিবারের অন্যান্যদের অভিযোগ, বড় ভাই শ্রী প্রকাশ চন্দ্র সাহা কেন আমার বাবাকে শেষ দেখা দেখতে দিলো না। আমাদের সন্দেহ হয়ত আমাদের বাবা প্রাণ বল্লব সাহাকে আমাদের বড় ভাই শ্রী প্রকাশ চন্দ্র সাহা হত্যা করে লাশ গুম করে রাখার জন্য দ্রুত মাটি চাপা দিয়ে রেখেছে। আমরা এ ব্যাপারে মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে বিশেষ দাবি করছি যে, আমাদের পিতার মৃত্যু সংক্রান্ত বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেন এ রহস্যজনক মৃত্যুর মূল কারণ খুঁজে বের করা হয়। আমরা জানতে চাই এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি সম্পদ আত্মসাৎ করবার হীন মানসিকতা নিয়ে কৌশলে হত্যাকান্ড? উল্লেখ্য যে, প্রকাশ চন্দ্র সাহা দীর্ঘ দিন যাবৎ ছোট ভাই বোনদের কে জমি জমা ও সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা করছেন। এলাকাবাসীর একাধিক সূত্রে জানা গেছে প্রকাশ চন্দ্র সাহা তার ছোট ভাই শ্রীবাস চন্দ্র সাহার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে।