সীরাতুন নবী (সাঃ)। লেখকঃ আবুল কাশেম

সীরাতুন নবী (সাঃ)
আবুল কাশেম
বারোই রবিউল আউয়াল আরবের গগণ,
উজ্জল করিলেন স্রষ্টা আপে নিরঞ্জন।
তাপিত ধরণীর যত পাপ-তাপ রাশি,
টুটিয়া লুটিয়া গেল ফেনা সম ভাসি।
উকাজের হুলি খেলা পাষণ্ড নির্মম,
দলিত, মথিত হয় পিপিলীকা সম।
স্বর্গীয় আবেশে ঐ দিনে পায় জ্যোতি,
গাহে গোটা সৃষ্টিকূল রাসূলের স্তূতি।
পাঠালেন বিশ্বপতি নবী দো-জাহান,
উঠিল হাসিয়া যত সৃষ্টি সুমহান।
দূরিতে ব্যকুল বেদন কান্নার রোল,
প্রতীমা পূজারীদের ভেঙ্গে দিতে ভুল-
উদ্ধারিতে পাপীষ্ঠ যত মানব কূল,
ধরাধামে আগমণ করেন রাসূল।
শোনাতে মানব কূলে তাওহীদের বাণী,
সর্দারে দো-জাহান পেলেন আল্ কুরআন খানি।
হেদায়েত, মুক্তি, শান্তির বাত,
দেখালেন সবাইকে তিনি স্বর্গীয় সীরাত।
পাতকীর অত্যাচার, দাম্ভিকের দম্ভ,
ভেঙ্গে হয় চুরমার বাতিলের স্তম্ভ।
পঙ্কিলতা, পাপাচার হয়ে যায় চূর্ণ,
মুক্তির বাণীতে ধরা হয় পূর্ণ।
কোষবদ্ধ হয় অসি, নমিত হয় ঢাল,
বড়ই মর্তবার এই রবিউল আউয়াল।