সাবেক ছাত্রনেতা নাহিদ কে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণের ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান

কামরুল হাসান রুবেল-
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্রেইন টিউমারে আক্রান্ত ইমাম উদ্দিন নাহিদ কে চিকিৎসা সহায়তা হিসেবে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে৷
বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাটে এই চিকিৎসা সহায়তা প্রদান করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভার বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাম উদ্দিন ও আলা উদ্দিন জিকু উপস্থিত ছিলেন৷
এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম-আহবায়ক সালেহ উদ্দিন সুমন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী ইব্রাহিম সহ বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন৷