বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে।
চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানিগুলোর মধ্যে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় শীর্ষে থাকায় সোনালী লাইফকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ মুনীরুজ্জামানের হাত থেকে আজ ২২ অক্টোবর ২০২৩, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
যারা অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সোনালী লাইফের এসিস্ট্যান্ট এজেন্সি ডিরেক্টর জনাব মোঃ রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার জনাব মোঃ গোলাম মোস্তফা, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব মো: আশরাফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ আজিম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার জনাব আরফিন বাদল রনি প্রমূখ।