নূরানী তালীমুল কুরআন বোর্ডে নোয়াখালীর সেরা প্রতিষ্ঠান চরপার্বতীর রহমানিয়া

কামরুল হাসান রুবেল-
নোয়াখালী কোম্পানীগন্জের চরপার্বতী রহমানিয়া মাদ্রাসার ২০২৩ সালের নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ(NTQB) এর অধীনে ৩য় শ্রেণীর সমাপনী পরিক্ষায় নোয়াখালী জেলার সেরা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে।
২০২৩ সালের ৩য় শ্রেণীর বোর্ড সমাপনী পরিক্ষায় ১২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ৫৮ জন এ+ ও ৫৫ জন এ গ্রেট পেয়েছেন। নোয়াখালীর জেলার সেরা ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই এই প্রতিষ্ঠান ছাত্র।
ধর্মীয় ও আধুনীক শিক্ষা প্রদানের লক্ষে ২০০৪ সালে প্রতিষ্ঠিত
কোম্পানীগন্জের চরপার্বতী ইউনিয়নের হাজী আসলাম মাষ্টার বাড়ির দরজায় অবস্থিত মাদ্রাসাটি তে নূরানী ও হেফজ বিভাগে আবাসিক ও অনাবাসিক মিলে প্রায় ৭০০ এর বেশী শিক্ষার্থী রয়েছে।এই শিক্ষার্থীদের পাঠদানের জন্যে রয়েছে একঝাঁক অভিজ্ঞ শিক্ষক। শিক্ষকদের আন্তরিকতা ও নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের চেষ্টায় এই সফলতার মুল মন্ত্র বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির মোহতামিম হাফেজ মোহাম্মদ ইয়াসিন।