রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হাজারো মানুষের ভিটেমাটি চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ     ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সলঙ্গায় আওয়ামীলীগ নেতা কতৃক মিথ্য অপপ্রচার ও  মামলা দায়ের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ, আহত-১৫ আলোকিত শান্তিরহাট প্রবাসী ফোরাম’র অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে:নোয়াখালীতে শিবির সভাপতি কোম্পানীগঞ্জ প্রবাসী যুব পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ঈদ প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত
Notice :
Wellcome to our website...

বকশীগঞ্জে দিগন্তজুড়ে সরিষা ফুলে হুলুদের সমাহার। মৌ মৌ গন্ধে মধু আহরণের হিরীক

প্রতিনিধি: / ৩৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

সরকার আব্দুর রাজ্জাক বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় এবার বারি- ৯, ১৪, বারি-১৭ বারি১৮,বিনা ৪, বিনা, ৯ ও বিনা ১১ সহ বিভিন্ন জাতের সরিষার চাষ হয়েছে । বকশীগঞ্জ উপজেলার সর্বত্রই সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ন ফসলের মাঠ।

দিগন্তজুড়েই ঢেউ খেলছে চোখ জোরানো হুলুদের সমাহার। এই সরিষা ফুল থে‌কে মধু সংগ্রহ করতে এসেছেন ঝিনাইদহের সুজন ও গোপালগঞ্জের মজনু মিয়া । তারা বকশীগঞ্জের বিভিন্ন সরিষা বনে শত শত মৌম মাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার চলতি মৌসুমে এ উপজেলায় সরিষার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান গত বছর এ উপজেলায় ৪ হাজার ৬ শ ১৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এবার এ উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ৫শ’২০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। যা গত বছরের চেয়ে এবার ২হাজার ৯ শ ৫ হেক্টর জমিতে বেশী সরিষা আবাদ হয়েছে। মোট আবাদকৃত জমির মধ্যে ৪ হাজার ৫শ হেক্টর জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করা হয়েছে।
ধান বা অন্য ফসলের তুলনায় সরিষা আবাদ লাভজনক হওয়ায় কৃষকরা দিনদিন ঝুঁকে পড়েছে সরিষা চাষে। অপরদিকে স্থানীয় কৃষি বিভাগ সরিষা চাষে কৃষকদেরকে উৎসাহিত করায় এবং নানাভাবে প্রণোদনা দিয়ে ৬ হাজার ৭শ ৫০ জন কৃষকের মাঝে প্রতি বিঘার জন্য ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার এবং ১ কেজি করে বীজ বিনামূল্যে প্রদান করেছেন।
উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের শান্তিনগর গ্রামের কৃষক ধানু মিয়া জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে বারি-১৪ ও ১৭ জাতের সরিষার চাষ করেছেন। প্রচুর ফুল ফুটেছিল এবং তা থেকে পরিপূর্ণ ছেঁইও ধরেছে। এ সময় আবহাওয়া অনুকূলেও ছিল। তিনি মনে করেন ফলন খুব ভাল হবে। পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া গ্রামের সরিষা চাষি ইন্তাজ আলী জানান, বীজ বপনের ২ মাসের মধ্যেই সরিষা ঘরে উঠে আসে। সরিষা উঠিয়ে বোরো চাষ করতে কোনো সমস্যা হয় না এবং বোরো ধানের ফলনেও কোনো প্রভাব পড়ে না। তার মতে সরিষার আবাদ করা মানেই অতিরিক্ত লাভের মুখ দেখা।

উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জমির অবস্থানুযায়ী কৃষকদের সঠিকমাত্রায় সার ও কীটনাশক দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষা আবাদে কৃষকদের উৎসাহিত করতে ৬ হাজার ৭শ ৫০ জন কৃষককে বিনামূল্যে ২ ধরণের সার ও বীজ দেয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর