সখিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

আবুল কাশেম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার সখিপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারি ২০২৪ সোমবার সকাল সাড়ে ১০.০০ টায় অত্র প্রতিষ্ঠানে সারাদেশের মতো ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মীর শিরিন আক্তার, বাংলা শিক্ষক এবং বাংলাদেশ প্রেসক্লাব সখিপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মীর জহির হাসান, অত্র প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক (সাংবাদিক) আবুল কাশেমসহ সকল শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও ছাত্রীবৃন্দ। রাজনৈতিক ব্যস্ততার কারণে ম্যানেজিং কমিটির সভাপতি মীর জুলফিকার শামীম উপস্থিত থাকতে না পারলেও সখিপুর উপজেলার অনেক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।