মির্জাপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালো জাতীয় পার্টি

আবুল কাশেম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কামারপাড়া বাজারে আয়োজিত নির্বাচনী এক পথসভায় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীককে সমর্থন জানিয়ে এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী প্রতারণা বুঝতে পেরে এ সিদ্ধান্ত নিয়েছি।
জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুিত দিয়ে নির্বাচনে এনেছিল তারা তাদের সে কথা রাখেননি। এখানে নির্বাচনের পরিবেশ নেই। আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সহসভাপতি আবুল কামাল আজাদ লিটন, দপ্তর সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান।