ভোট চোর ধরে দিলে বিশেষ পুরস্কার-কাদের সিদ্দিকী

আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম আমজনতার উদ্দেশ্য বিশেষ নির্বাচনী বক্তব্য প্রদান করেন।
সখিপুর উপজেলা শহরের তালতলায় গামছার পথসভায় বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন কেউ যদি জাল ভোটার ধরে দিতে পারেন তাহলে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আজ ৩ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় সখিপুরে গামছার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। হাজার হাজার ভোটার, কর্মী সমর্থক এই মিছিলে অংশ গ্রহণ করে মিছিলকে প্রাণবন্ত ও উৎসব মুখর করে তুলেন। আরো বক্তব্য রাখেন আবু সালেক হিটলু আবু জাহিদ রিপন মানবিক তুহিন সিদ্দিকী, সানোয়ার হোসেন সজীব এবং আব্বাস উদ্দিন তালুকদার।