উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়,অত্র স্কুলের সভাপতি জামাল উদ্দিন লিঠনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল,চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল হক কচি, উপজেলা শিক্ষা অফিসার এটি এম এহছানুল হক চৌধুরী,ডা:শওকত আল ইমরান ইমরোজ, শেখ আহম্মদ মজুমদার,সহকারী শিক্ষা অফিসার এবি এম নুরুজ্জামান উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক লুৎফুল্লাহিল আমিন,আনোয়ার হোসেন রাশেদ ও রহিম উল্লাহ বিদ্যুৎ প্রমুখ।