টাঙ্গাইলের সখিপুর বাসাইলে নৌকার প্রার্থী অনুপম শাহাজান বিজয়

আবুল কাশেম, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সদ্য অনুষ্ঠিত ৭ জানুয়ারি-২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ ১৩৭ (টাঙ্গাইল-0৮) সখিপুর বাসাইলের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত অনুপম শাহজাহান জয় ৮১০২৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ৫৬২২৬ ভোট পেয়েছেন।
সখিপুর বাসাইল আসনে মোট ভোটার সংখ্যা ৩৯০১২৪ জন।মোট ভোটা কাস্ট হয়েছে ১৩৭২৫১ টি। তার মধ্যে পুরুষ ১৯৪০৯৮ জন, নারী ১৯৬০২৩ জন এবং হিজড়া রয়েছে ৩ জন। বিভিন্ন কেন্দ্রে সকাল ৯ঃ৩০ মিনিট থেকে বিকেল ৩ঃ০০ ঘটিকা পর্যন্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুব কম। অত্র আসনে মোট ভোটার সংখ্যার ৩৫.১৮% ভোটার ভোট প্রদান করেছেন। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ২৪৮০৭ ভোটের ব্যবধানে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পরাজিত হয়েছেন। বাসাইলের কাঞ্চনপুর কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, এতো ভোটার উপস্থিত হয়নি যতটা আমরা আশা করেছিলাম। এমতাবস্থায় কোন প্রার্থীর প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।