সলঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

সিরাজগঞ্জের সলঙ্গার চরবেড়া উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আক্তারের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে গত (৩০ জানুয়ারি) সলঙ্গা থানা আমলী আদালত সিরাজগঞ্জে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করে চাঁদ আলী।
তার অভিযোগ,বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী পদে গত (১২ আগষ্ট) স্থানীয় পত্রিকায় নিয়োগ প্রকাশের পর প্রধান শিকক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে স্কুলের উন্নয়নের লক্ষে ১৩ লক্ষ টাকা দাবী করেন প্রধান শিক্ষক আক্তার হোসেন। এরপর তাজ উদ্দিন কে চাকরি দেওয়ার ১ শত ভাগ গ্যারান্টি দেন ঐ শিক্ষক। শিক্ষকের সঙ্গে বসে চাকরির বিষয়ে মৌখিক চুক্তি করেন।
চুক্তি অনুযায়ী,বাদীর ছোট ভাই তাজউদ্দীনের চরবেড়া উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি দিবে এর জন্য আগাম টাকা পরিশোধ করতে হবে বলে জানান প্রধান শিক্ষক আক্তার হোসেন।গত ২০২২ সালের আগষ্ট মাসের ১৪ তারিখ রবিবার সকালে ১০দিকে ১৩ লক্ষ টাকা লেনদন হয়।
এরপর,গত (২৪ জানুয়ারী) লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করিলে দেখা যায় তাজউদ্দীনের চাকুরী হয় নাই। প্রধান শিক্ষক আক্তার হোসেন চাঁদ আলীকে বলে তোমার ভাইয়ের চাকুরী দিতে ব্যর্থ হইলাম। সেহেতু তোমার নিকট গ্রহণকৃত ১৩ লক্ষ টাকা ফেরত দিয়ে দেবেও। কথা অনুযায়ী গত (২৫ জানুয়ারি) তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফেরত দেয়। অবশিষ্ট টাকা ১ দিনের সময় নেয়। কিন্তু পরের দিন টাকা ফেরত না দিয়ে বাদী ও সাক্ষীদের হত্যা হুমকি দেয়।এবং তারা কোনও টাকা পায়না বলে অশিকার করে।
চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন সরকার বলেন,চাঁদ আলীর কাছ থেকে আমি একটি টাকা নেয়নি। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ, কে, এম শামসুল হক বলেন, এ বিষয়টি আমার জানা নেই, তবে আমাদের কাছে যদি তদন্ত ভার আসে আমার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেব।