বিশ্বজয়ী কোরআন হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী তানবীর।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :এবার মিশরের কায়রোতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন বাংলাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ তানভীর হোসাইন। ৫৮টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩০ পারা হিফজুল কোরআন (তাজভিদ) প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।
তানভীর হোসাইন রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী সে কোম্পানীগঞ্জ মারকাযুত তাকওয়া মাদ্রসার ইন্টারন্যাশনাল হিফজুল বিভাগের প্রধান শিক্ষক বিশ্ব জয়ী হাফেজ নোয়াখালী কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়ন এর বাসিন্দা এর সৌদি আরবের মক্কায় কোরঅন প্রতিযোগিতা দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানবীর প্রথম স্থান অর্জন করে তার এই বিজয়ে এলাকয় অন্দন বিরাজ করছে,দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ তানবীর বর্তমানে একজন শিক্ষক তিনি বসুরহাট মারকাযুত তাওকয়া মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান এর দায়িত্ব পালন করছে তার এই অর্জনে মাদ্রাসা প্রধান মাওলানা আবদুর রহমান বলেন
আলহামদুলিল্লাহ নোয়াখালী কোম্পানীগঞ্জ কৃতি সন্তান বিশ্বজয়ী কোরঅন হাফেজ তানবীর হোসেন সে আমার মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ সাহেব সে মিশরে আন্তজার্তিক কোরঅন প্রতিযোগিতা তৃতীয় স্থান অর্জন করেছেন এর আগে সৌদি আরবের মক্কায় কোরঅন প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করেন মিশরে বিশ্ব কোরঅন প্রতিযোগিতা বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আল্লাহর কাছে শুক্ররিয়া আদায় করছি এই অর্জন দেশ বাসীর জন্য উৎসর্গ করলেন তিনি কোম্পানীগঞ্জ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারেন আমরা তার সুস্থতা কমনা করি।