বিদ্যুৎ শ্রমিক খোকার চোরাই তার ধরে ফেলায় এলাকায় অন্ধকার

আবুল কাশেম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎ শ্রমিক খোকার চুরি ও দূর্নীতির ফলে সখিপুরের বিভিন্ন জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা। গতকাল শুক্রবার সখিপুর মুজিব কলেজ মোড়ে জনৈক আশরাফুল ইসলাম এর ভাঙ্গারীর মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। একই সময় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড়চালায় হঠাৎ প্রচন্ড বিস্ফোরণে কয়েকটি বাসার মিটার ও তার জ্বলে পুড়ে যায়।
বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ শ্রমিক খোকা যেখানে লাইন সংযোগ দেয়, সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত বুধবার (৩১ জানুয়ারী ২০২৪) রাতে পৌরসভার ৬ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে একটি খুঁটিতে (সাংবাদিকের বাড়ি নিকটে) জনৈক আনোয়ার হোসেন টুক্কু মিয়ার তার নিয়ে অন্যজনের লাইন সংযোগ দেয়ার চেষ্টা করে বিদ্যুৎ শ্রমিক খোকা। এ সময় টুক্কু মিয়া দেখে ফেলে এবং তার ধরে টানাটানি করলে হুলস্থুল সৃষ্টি হয়। এ সময় সাংবাদিক আবুল কাশেম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারণ জানতে চাইলে উক্ত বিদ্যুৎ শ্রমিক খোকা সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করে। পরে জোর করে লাইন সংযোগ দিয়ে সাংবাদিক কে “পরে বুঝাব”