পূর্ব চরবাটা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মাদ্রাসার হল রুমে এই বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্ব চরবাটা দাখিল মাদ্রাসার পরিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন হেলাল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সপ্রিম কোর্ট ও জজ কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ হায়দার আলি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রসাশনিক মেম্বার বেলাল উদ্দিন, মাদ্রাসা নির্বাহী কর্মকর্তা আবদুস সোবহান, লোকমানিয়া জামে মসজিদের পেশ ইমাম ফখরুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ এতে উপস্থিত ছিলেন।