লোহাগাড়া ক্রীড়া সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়া, চট্টগ্রাম, প্রতিনিধি:-
চট্টগ্রামের
লোহাগাড়ায় নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার অভিষেক অনুষ্ঠান ও প্রীতিভোজ সম্পন্ন হয়েছে।
আজ ৭ ফেব্রুয়ারি বুধবার রাত ৯টায় লোহাগাড়া উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।
লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি, লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ,সদস্য জাহাঙ্গীর হোসেন মানিক, স্বপ্না দেবি, জমিলা বেগম, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জনুসহ শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা আগামীতে ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত উপজেলা ক্রীড়া সংস্থার সকল কে শপথ বাক্য,পাঠ করান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ ইনামুল হাছান।