চরহাজারীতে চৌধুরী স্পোটিং ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল
নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ইসলামপুরে চৌধুরী স্পোটিং ক্লাবের আয়োজনে ক্লাবের সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিততে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে চরহাজারী ইউনিয়নে মসজিদ বিন শুয়াইশান জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা শরফোউদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চৌধুরী স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা হারুনুর রশিদ সিকদার
এতে আরো উপস্থিত ছিলেন বিশিস্ট সমাজসেবক আবদুল্লাহ আল মামুন, মাওলানা ফিরোজ আলম, চৌধুরী স্পোটিং ক্লাবের উপদেস্টা পরিষদের সদস্য আবদুল মালেক , আবুল কাশেম বিএসসি , আইয়ুব আলী আনসারী।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার নুর আহম্মদ, মৌলভী কমর উদ্দিন সাহেব জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু বক্কর ছিদ্দীক , ক্লাবের সহ- সভাপতি আবুল কাশেম , ক্রীড়া সম্পাদক সোহেল আজম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সহ ক্লাবের সদস্য ও এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এসময় চৌধুরী স্পোটিং ক্লাবের সাথে সম্পৃক্ত সকলের শান্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদ বিন শুয়াইশান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বেলাল।