কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে নুর উদ্দিন ফাহাদ (৩৫) নামে এক হত্যা মামলার আসামীকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
রোববার (৫ মার্চ) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ডাকবাংলোর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এস আই আকতার, এস আই আল আমিন সঙ্গীও ফোর্সসহ নিজ এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা,সন্ত্রাস বিস্ফোরক দ্রব্যসহ তার সর্বমোট ৯টি মামলা রয়েছে। মামলা নং জিআর-৩৬০/১৫, মামলা নং-৮(৩)১৫, ২/জিআর-৫৬১/১৬, মামলা নং-৭(৪)১৬।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলাসহ ৯মামলার এক আসামীকে গ্রেফতার করি। তার নামে ৭(৪)১৬ নং মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। আমরা তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছি।