কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা আওয়ামী- যুবলীগ লীগের সম্মেলন অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল স্টাফ রিপোর্টারঃনোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা এবং বসুরহাট পৌরসভা আওয়ামী যুবলীগ ও আওয়ামী-সেচ্ছাসেবক-লীগের সম্মেলন অনুষ্ঠিত।সোমবার ২০ মার্চ বিকাল তিনটায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এর সভাপতিত্বে, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মিন্টুর সন্ঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী,নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ভূইয়া।বক্তব্য শেষে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর এবং পৌরসভা যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, সাধারণ সম্পাদক হামিদ এর নাম ঘোষণা করেন।এই ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি : শাহাজ উদ্দিন মামুন এবং সাধারণ সম্পাদক: সাইফুল হাসান রনির নাম ঘোষণা করা হয়।