উল্লাপাড়ার তেলীপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় চত্ত¡রে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন,তেলীপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি ও উধুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আলী বাবু।
প্রধান শিক্ষক মধু সুধন সরকারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু,ইউপি সদস্য মতিউর রহমান,স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ চুনু,সাধারণ সম্পাদক ভজন কুমার ভৌমিক,সকল শিক্ষ,অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।