সোনালী লাইফে কাগজপত্র জমাদানের ২ দিনের মধ্যে গ্রাহকের মৃত্যু দাবী পরিশোধ

নোয়াখালী প্রতিনিধিঃসোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দানের ৭ দিনের মধ্যে দাবী পরিশোধের প্রতিশ্রুতি অংশ হিসেবে নোয়াখালী কবিরহাট উপজেলার ৩নং ধানসালিক ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শাহাবুদ্দিনের বাডির বীমা গ্রাহক মরহুম মোঃ সুমনের মনোনিতক স্ত্রী আয়েশা বেগমের হাতে তুলে দেওয়া হয় কোম্পানীর থেকে অনুমোদিত চেক।
পলিসির প্রয়োজনীয় কাগজপত্র জমা দানের ২ দিনের মধ্যে দাবী পরিশোধ করেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড৷ জনসমক্ষে বীমার প্রয়োজনীয়তা ও বীমার গুরুত্ব নিয়ে আলোচনা করেন কোম্পানীর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলাউদ্দিন৷ এতে উপস্থিত ছিলেন ধানসালিক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম খলিল৷ এতে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর বসুরহাট মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান সোহেল৷ অনুষ্ঠানটি সন্চালনায় ছিলেন কোম্পানীর ইউনিট ম্যানেজার ফজলে রহিম রাফি ও ফিনান্সিয়াল এসোসিয়েট কামাল উদ্দিন৷