কারিগরি শিক্ষায় আল-আকসা কম্পিউটার ট্রেইনিং সেন্টারের চমকপ্রদ ফলাফল

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন পরিক্ষা) তিন মাস ও ছয় মাস মেয়াদি জুলাই-ডিসেম্বর ২০২২ইং সেশনের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ১৪ মার্চ প্রকাশিত ফলাফলে নোয়াখালী কোম্পানীগঞ্জের আলোচিত আল-আকসা কম্পিউটার ট্রেইনিং সেন্টারের ২৩ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তির্ন হয়৷এতে A+ পেয়েছে ১৩ জন এবং A পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
আল-আকসা কম্পিউটার ট্রেইনিং সেন্টার কোম্পানীগঞ্জের চৌধুরীহাটে অবস্থিত একটা সুপরিচিত ঐতিহ্যবাহী ট্রেনিং সেন্টার৷ যার মাধ্যমে অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করে উন্নত মানের বিভিন্ন কর্মরত রয়েছেন৷ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এখন কম্পিউটার শিক্ষার বিকল্প নেই৷ আল-আকসা কম্পিউটার ট্রেইনিং সেন্টার সুদক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন৷