চরহাজারী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সোহাগ নির্বাচিত

কামরুল হাসান রুবেল,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন আওয়ামিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷
গত ২৭ মার্চ রবিবার নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷
এতে চরহাজারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সম্পাদকের প্রস্তাবনা ও সমর্থনের ভিত্তিতে এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দের আলোচনা সাপেক্ষে আগামী তিন বছরের জন্যে কমিটি অনুমোদন দেওয়া হয়৷ এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক সাবেক ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হাজী মোঃ নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷