কোম্পানীগঞ্জে দেলোয়ার হোসাইন সাঈদী ও ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া

কামরুল হাসান রুবেল,দৈনিক প্রথম সংবাদ:আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বিকেল ৫ টায় বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজন কোম্পানীগঞ্জের বসুরহাটে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভার আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্যাহ মুনীর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বসুরহাট ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল্যাহ।
বসুরহাট কেন্দ্রীয় মসজিদের খতীব মুফতী কারুল হাসান বিন কাসেম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়েতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপি সভাপতি আবদুল মতিন লিটন,
সদস্য সচিব আব্দুল্যাহ আল মামুন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা হানিফ আনসারী, বসুরহাট পৌরসভা জামাতের কর্ম-পরিষদ সদস্য মাওলানা জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সাখার সভাপতি আবু ইউসুফ মো: ইয়াকুব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলা সাথী সাখার সভাপতি ওয়াইজ কুরুনী সোহেল সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।