বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিথ্যা অপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের অফিস রুমে সংবাদ সম্মেলন তিনি বলেন উল্লাপাড়ায় বিএনপির কোন স্থায়ী অফিস নাই। গত ৫ আগষ্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পরে উপজেলা বিএনপির কথিত আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে সংখ্যালগু পরিবারের একটি দোকান দখল করে বিএনপি অফিসে সাইনবোর্ড টাঙানো হয়। এ সময় তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ, বিএনপি নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজি,দখলদারিত্ব করে তাৎখনিক তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, এবং শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠিত করতে আমি সত্রাসী, চাঁদা দখলদারদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। তাই কিছু স্বার্থান্বেষী মহল তাদের ফায়দা লোটার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।