সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড- ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড- ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহব্বায়ক সহ ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বিকালে উল্লাপাড়া শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সকল সদস্য উপস্থিত থেকে মোঃ আব্দুস ছাত্তার সুলতান কে উপদেষ্টা করে ৩০ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ৫ আগষ্ট দেশব্যাপী ছাত্রজনতার গন অভ্যুথানের অত্র শ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকদের দাবির মুখে গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংবিধানের ২৮ নং ধারা মোতাবেক এক জরুরি তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবলু। উক্ত সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মোঃ সাইফুল ইসলাম বাবলুকে সর্ব সম্মতিক্রমে আহব্বায়ক নিযুক্ত করে ত্রিশ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ আহব্বায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। আহব্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু। আব্দুল জলিল,সাকোয়াত হোসেন,এস এম আল-আমিন,মোঃ দুলাল হোসেন,মোঃ মোন্তাজ আলী,যুগ্ন আহব্বায়ক নির্বাচিত হয়। এবং সভায় সকল সদস্যের উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে পূনাঙ্গ কমিটির অনুমোদন করা হবে বলেও জানান তারা।